Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

প্রাথমিক সমিতি দল(পুরুষ/মহিলা) গঠন, ঋণগ্রহনের মরামর্শ প্রদান ও এতদ সংক্রান্ত যাবতীয় তথ্য ফরম সরবরাহ।

সমিতির সদস্যা গনকে সহজ শর্তে কৃষি উতপাদন ও কৃষি উপকরনের জন্য (সার, বীজ, কীটনাশক এবং সেচ যন্ত্রপাতি) ঋণ প্রদান।

ক) সোনালী ব্যাংকের মাধ্যমে কৃষি ঋণ ও খ) আবর্তক ক্ষুদ্র ঋণ

 

আনুষ্ঠানিক সদস্যাদের নিবন্ধনের পরপরই এবং অনানুষ্ঠানিক দল গঠনের ৮(আট) সপ্তাহ পরপর সদস্যদের ঋণ প্রদান করা হবে।

 

নারীর ক্ষমতায়ন ও নারী নেতৃত্ব বিকাশে সচেতনতা বৃদ্ধি, নারী নিযাতন রোধও যৌতুক প্রথা নির্মুলে সচেতনতা সৃষ্টিতে সহায়তা।

 

সদস্যদের বয়স্ক শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরাকল্পনা ইত্যাদি বিষয়ে পরামর্শ ও সেবা।

 

অসচল মুক্তিযোদ্ধাদা ও তাদের পোষ্যদের আত্মকর্ম সংস্থান সৃষ্টির লক্ষে নাম মাত্র সেবা মুল্য বিনিময়ে ঋণ প্রদান।

 

গ্রামীন দরিদ্র মানুষের আত্ম সামাজিক উন্নয়নে সহযোগীতা প্রদান। এবং গ্রামীন নেতৃত্বের বিকাশ ও দেশের অর্থনৈতিক উন্নয়নে দারিদ্র জনগোষ্টিকে সম্পৃক্ত করণ।

 

উপজেলা বসবাসরত যে কোন ব্যাক্তিকে সেবা সংক্রান্ত তথ্য প্রদানে এ অফিস প্রতিশ্রতিবদ্ধ।

 

ঋণ বাবদ মজুরিকৃত সমুদয় টাকা বুঝে নিন। সমুদয় টাকা বুঝে না পেয়ে ঋণ বিতরনের সনদপত্রে স্বক্ষর করবেন না।